রাস্তা খুলছে, সর্বত্রই, উপেক্ষিত, বাঁধবিহীন ,
জরুরী দরকারেও অপ্রয়োজনীয়।
এর মধ্যে তুমি এখন ঠিক কোথায়?
মন তো বলে, একশো ফিট।
বাজার বানচাল, সুশীল কাল, দিন অবসানে
ফেরী ওয়ালা , চুড়ির গাছা, মাছ বাজারের ডালা-কুলো
বাংলাদেশে নারীর মান, এতকিছু সব কোথায় ?
মন তো বলে একশো ফিট।
তুমিই বলো, বলতে থাকো, মরচে পড়া আরশী খানায়
বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো
আমিও সেথা প্রসাধনী, ফেস পাউডার, তিব্বতে
তুমিও সেথা বারণ হবে, আমি যেথা একশো ফিট।