কেন কাঁদছো
মোঃ হেদায়েতুল ইসলাম

আসো কাছে আসো
কথা বলো খুলে,
কেন কাঁদছো কি সমস্যা
কি তার  মূলে।
কয়টি জানাবো আছে
অজস্র ব্যথা,
অল্প করে বলি কিছু
কষ্টের কথা।
ব্যস্ত দুনিয়াতে কেউ
কারো নয়,
দেখা আছে মানবতার
কে কতটুকু দিছে পরিচয়।
মনুষ্য কষ্ট কেউ কেউ
দেখে দেখে না,
সব দেখে সব বোঝে ভাব
ধরে কিছুই বোঝেনা।
অভিনয় করে কেউ কেউ
করে মিছে প্রহসন,
আশায় আশায় দিন গুনে
দুঃখে বাড়ে হুতাশন।
মানুষের মন আজ গেছে
হিংসায় ভরে,
লোভী হয়ে মানুষে মানুষে
বন্ধন নষ্ট করে।
প্রশংসা খুব কম আছে
তেল বাজি,
নীতিহীন মানুষের দেখি
কারসাজি।
কথা কাজে মিল নেই তারা
করে মাদবরি,
নিজের দোষ দেখে না
অন্যেরটা করে ধরাধরি।
ভাব ধরে কত সাধু
বোঝেনা কিছু,
বিবেচনা কম তাই ন্যায়
টাকার পিছু।
সবখানে ধান্দা করে এক
শ্রেণী তারা ভালো না,
মিথ্যুক পাপীদের অকারণ ছাড়
দেওয়া যাবে না।
একটি শ্রেণী মানুষের শান্তি
সদা করে নষ্ট,
একটি শ্রেণী মানুষকে দিনরাত
দেয় নানাবিধ কষ্ট।
আজব দুনিয়াতে মানুষ বোঝা
বড় দায়,
দুঃখ ব্যথাতে ইশ দিন মাস বছর
কেটে যায়।