বিবেকহীন
মোহাম্মদ হেদায়েতুল ইসলাম

হায়রে জগত বিবেক ছাড়া মানুষে গেছে ভরে,
বলি দুনিয়া জোড়া  বিবেক ছাড়া মানুষেরা কে কি করে?
বিবেকহীনরাই দুনিয়া জোড়া সৃষ্টি করে ত্রাস,
উপকার না করে অপকার করে ফেলে তারা লাশ।
বিবেকহীনরাই এই জগতে ব্যস্ত দখল নিতে,
অসৎ কাজে লিপ্ত তারা সৎদের পারে কষ্ট দিতে।
জানো কি জাতি বিবেকহীনরাই এই জগতে করে সব কাজ বাজে,
বিবেকহীনদের অত্যাচারে সাধারন মানুষ অতিষ্ঠ হয় সকাল সাঁঝে।
বিবেকহীনেরাই এই জগতে টাকায় নীতি করে বিক্রি,
সব ‌অনিষ্টের মুল বিবেকহীনরা ওরাইতো আসল কুচক্রি।
নেশা নারীকে পণ্য করে ওরা বিলায় সবার মাঝে,
বিবেকহীনরা সার্থান্ধ বোঝা যায় ওদের কথা আর কাজে।
বিবেকহীন বলেই তারা দুর্নীতিতে যুক্ত,
বিবেকহীন বলেই তারা দুর্নীতি হতে চায় না মুক্ত।
বিবেকহীনেরাই অন্যর ভুমি জোর কোরে করে কক্ষিগত,
বিবেকহীনেরাই অন্যায়ের পরও অন্যায় করে সহজে হয়না নত,
বিবেকহীনেরাই এই জগতটারে খাচ্ছে কুড়ে কুড়ে,
বিবেকহীনেরাই অন্যায়কারী ওরা কেমনে এত লড়ে।
বিবেকহীনেরাই আইন লঙ্ঘনকারি কথাও বলে কটু,
অন্যের হক নষ্ট করতে তারা যে বড়ই পটু।
বিবেকহীনেরা করে বিচার নয়তো বিবেক দিয়ে,
কারনে অকারনে মানুষের সম্পদ নেয় যে হাতিয়ে।
খাদ্যে ভেজাল, পণ্যে ভেজাল কথায় ও তাদের ভেজাল আছে,
সমাজের শত্রু রাষ্ট্রের শত্রু যেওনা ওদের কাছে।
হে বীরেরা জেগে ওঠ ওদের করে দাও একঘরে,
জাগো জাতি ওদের ছুঁড়ে দাও অনলে যেন চিৎকার করে ওরা মরে,
ওরা রাষ্ট্রের বোঝা ওদের শিরঃচ্ছিন্ন করে দাও,
ওদের তুচ্ছ করে জাতি ওদের ক্ষমতা দাপট সব কেড়ে নাও,
হে বীরেরা, জাতি জেগে উঠো বিপুল উদ্যমে বারেবার,
পারবে তোমরা ভেঙে গুড়িয়ে দিতে বিবেকহীনদের সব ঘাড়,
বিবেকহীনকে মানুষ সে কে বলেছে কবে?
বীরেরা থাকতে এ জগতে অভিশপ্ত বিবেকহীনরা এই ভবে রবে?
দেখিও দাও বুঝিয়ে দাও বীরেরা তোমরাই পারবে তাদের রুখে দিতে,
আর একটি মানুষেরও সম্পদ যেন পারে না তারা কেড়ে নিতে,
বীরেরা ঝাঁপিয়ে পড় বিবেকহীনদের ওপর ছিন্ন করো ওদের হাত,
হুংকার দিয়ে জানিয়ে দাও বীরেরা এই জগতে নাই বিবেকহীনদের ভাত,
বীরেরা ‌অচল করে দাও নস্যাৎ করে দাও ওদের সব চক্রান্ত,
কোথা পায় সাহস, বুদ্ধি, শক্তি ওরা কেন করবে জাতিকে বিভ্রান্ত,
বীরের জগতে ওদের একটুও দেয়া যাবে না'কো ঠাঁই,
বিবেকহীনদের ধ্বংস করে দাও বীরেরা মিনতি করে বলি ভাই।