তেলবাজ
মোঃ হেদায়েতুল ইসলাম
তেলবাজ তুমি নিকৃষ্ট তোমার মুখোশ দেবো আজ খুলে,
সমাজে বহু অনাচার তেলবাজ তোমার কর্ম আজ কিছু ধরবো তা তুলে।
তেলবাজ জানে মিথ্যা জানে নানা অভিনয়,
স্বার্থ হাসিল করতে তেলবাজ নানা সময় নানা রকম কথা কয়।
এই দুনিয়াতে তেলবাজি এমন একটি কর্ম,
যাহা না বুঝিলে না বুঝবে না এর যে আছে কত মর্ম।
তেলবাজ হলে পাবে তুমি অট্টালিকা বাড়ি,
তেলবাজি করে করতে পারো প্রেম পাবে তুমি নারী।
তেলবাজ হলে পাবে চাকরি পাবে পদোন্নতি,
তেলবাজি না জানলে পাবে না বহু চাকরি হবে তোমার ক্ষতি।
তেলবাজ হলে রাজনীতিতে তুমি নেতা হবে,
উচিত কথা উচিত কাজে বহু পদ আর চাকরি যাবে।
তেলবাজ হলে বন্ধু স্বজন বাসবে তোমায় ভালো,
লোক দেখানোর জন্য তুমি তেলবাজি করে ছড়াতে পারো আলো।
দক্ষতা কম জ্ঞান কম তবে জানা আছে তেলবাজি,
মুখোশধারী তেলবাজ তুমি কে আছে তোমার চাইতে পাজি।
মুখে মিষ্টি অন্তরে বিষ তুমি সমাজ ধ্বংসের কারিগর,
জীবজগতের ক্ষতি করেছ তোমার কাছে নেই আপন পর।
তেলবাজি করে মানুষকে তুমি রাত দিনে দিয়েছো কষ্ট,
তেলবাজ তুমি ধ্বংস হও আর করোনা সমাজটাকে নষ্ট।