অসহায় প্রেমিক
মোঃ হেদায়েতুল ইসলাম
অজানা ঝড়ে অসহায় প্রেমিকের সব এলোমেলো করে দিল,
তার নিষ্পাপ ভালোবাসায় জানা নেই কোথায় কি ভুল ছিল।
অসহায় প্রেমিকের অজস্র স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল,
কি অপরাধ অসহায় প্রেমিকের পাগলের দশা হলো।
প্রেমিকের সামনে প্রেমিকার যখন অন্যের সাথে বিয়ে হয়ে যায়,
সেকি জ্বালা যে পেয়েছে ভাঙা হৃদয়ে চলতে পদে পদে সে টের পায়।
বাস্তবতা কত নিষ্ঠুর নির্দয় অসহায় প্রেমিক খুব ভালো বোঝে,
পরান পাখি অন্যের নিড়ে গেলে অসহায় প্রেমিক পাগলের মতো খুঁজে।
অসহায় প্রেমিক অবাক হয়ে বলে এই কি ছিল মোর ভালে,
চলেই যদি যাবে প্রেয়সি কেন এত আশা দিয়েছিলে।
বলেছিলে সুখ শান্তির অভাব হবে না ওগো তোমার পাশে রবো,
মায়া, মমতা, ভালবাসা, ত্যাগ, শান্তি দিয়ে ওগো তোমার প্রেয়সি হব।
বলেছিলে তোমার প্রিয় খাবার গুলো তোমার মুখে তুলে দিব,
পরম মমতায় প্রীতি সুখ দিতে বারেবারে বুকে জড়িয়ে নেব।
বলেছিলেন আমৃত্যু পাশে পাবে কভু তোমায় দিব না আমি ফাঁকি,
জানি অন্যের বুকে বিচারণ তোমার আজও কলিজা বলেই ডাকি।
অজস্র স্মৃতি অসহায় প্রেমিকের আর্তনাদে আকাশ-বাতাস ভারী,
অসহায় প্রেমিক কেন এত কষ্টে থাকে বলে তার নেত্রবারি।
অসহায় প্রেমিকের অজানা অজস্র কথা গোপনেই রয়ে যায়,
প্রেয়সি তুমি ভালো থেকো অসহায় প্রেমিক এটাই বারে বারে চায়।