বাবু - হামায় চিনতে লারিস নারে ?
কেইট্টে গেছে বারো বরস মাঝে -
হামার বাবা , ছন্দু ওঁড়াও বঠে -
মুনিশ খাটতে আসতো তোদের কাজে ,
দেশটা হামার- ঝাড়খন্ডের রাঁচি ,
সবাই ডাকে সোনামনি বোলে -
দশটা কেলাস পাশ দিয়েছি বাবু -
তারপর শেষ - জুটলোনা কপালে ,
বাপটা হামার আসতো পিতি বছর -
থাকতো তোদের মুনিশ থাকার চালায় ,
আজ বাপটা বুড়ো হৈচ্ছে বঠে -
তোদের কথা সদাই মনে করায় ,
হামিও বাবু এস্ছিলাম একবার ,
তুখন হামার বয়েস বছর আট -
তুই সিবছর নতুন কলেজ গেলি -
চুকেছে তুর ইস্কুল যাবার পাট ,
হররোজ তুই আসতিস বাপের কাছে,
বাঁশের ধনুক চাইতিস বারবার -
ধনুক তোকে দিয়েছিলো বাপ -
সঙ্গে কতো গুপো ফলা কাঁড় ,
ধনুকের তুই টিপ তুলতিস ভালো -
বাগমারির ঐ কলাগাছের দিকে -
সেই তিরটা দিনে দিনে যেন -
বিঁধতো এসে হামার কচি বুকে ,
একদিন তুর ছিঁড়লো ছিলায় হাত -
চামড়া ফেইট্টে রক্ত পড়লো বেয়ে -
বনতুলসীর পাতা দলে হামি -
লাগিয়েছিলাম তুর সে কাটা ঘায়ে ,
সেই দাগটা আজো আছে তুর -
বাঁয়া হাতের ভিতর পানে তাকা -
আমার চোখে ভাসে তুর সে চোখ -
যন্ত্রনা আর ভয়ের জলে মাখা ,
তখন হামি অনেক ছোটো বঠে
জানতাম না ভালোবাসা কিযে ,
কিন্তু যখন আসতাম দেশে ফিরে -
চোখের জলে বুকটা যেতো ভিজে ,
সেই জল তুই বুঝিস নাইরে বাবু -
তুরা হলি বড়লোকের জাত
মুনিশ বাপের গরীব বিটি জানে -
ভালোবাসায় নেই যে কারো হাত ,
ঘরে হামি টিকতে লাইরে বাবু -
তুয়ার কাছে আসতে করতো মন -
বারোটা বরস বারো যুগের পারা -
তুইযে হামার হৃদয় চোরা ধন ,
বুক বেঁধে তাই ছাড়লাম মোর ঘর,
ছুটে এলাম তুকে দিতে ধরা -
জানতাম না তুর হয়েছে বিহা -
বহুটা তুর সত্যি নজরকাড়া ,
হামি বাবু মুনিশ ঘরের বিটি -
তুর পাশেতে মানাতোনা মূকে ,
ভালোবাসায় ত্যাগেই পরম পাওয়া -
থাক বাবু তুই বহুকে লিয়ে সুখে ,
বাবু হামার রাখবি একটা কথা !
একটা দিনের জন্যে হামার হবি ?
তুর সোহাগের সিঁদুর মাথায় দিয়ে -
একটা রাতে একটুখানি ছুঁবি !
মুখ পাতবো তুর ই বুকের পাটে
সিঁদুর মাথার নববধূর সাজে -
বিশ বরসের আগলে রাখা আমি -
উজার করে নিঃস্ব হবো লাজে ,
তারপরে যাবো গঙ্গা মায়ের বুকে -
ফিরতে তো আর পারবো নারে ঘরে -
হামার মতো দেহাত কালো বিটির -
সোহাগ জোটে ভালোবাসায় মরে ,
ভাসতে ভাসতে নদীর জলের স্রোতে
মিলবো গিয়ে সাগর মায়ের বুকে
আসবি যখন সাগর পাড়ে তুই -
চিনতে হামি পারবো ঠিক ই তুকে ,
আসবো হামি ঢেউ হয়ে র কাছে -
আদর হয়ে গলবো শরীর মাঝে -
ভালোবাসা নিঙড়ে দেবো তুকে
বিশটা বরস জমাট যেটা আছে ,
তারপর সেই অতলতলে যাবো -
কোনোদিন ই আসবো না আর ফিরে -
মুনীশ বাপের দেহাত কালো বিটি
হারিয়ে যাবে চিরকালের তরে ।।