যদি ভালোবাসো
ভালোবাসো যদি,
নিশ্চয়ই দিয়েছ স্থান অন্তরে -
মরমের আরো আরো ভিতর গভীরে -
জানি আমি জানি , অন্তর দিয়ে মানি -
তোমার ই কথামতো , বিরাজিত আমি-
তোমার হৃদয় মন্দিরে ,
কোনোদিন ভেতর থেকে বের করে এনে -
দেখেছ কি , নিত্য কেমন আছি সেখানে ?
কেমন রেখেছো তুমি তোমার প্রিয়তমরে ?
হৃদয়ের একান্ত গোপন মনমন্দিরে ?
একবার বের করে দেখ সেই রূপখানা -
আদৌ সে বেঁচে আছে কিনা !
আমি জানি তুমি পারবেনা -
আমি নিশ্চিত তুমি পারবেনা ,
তবে ভালোবাসো কেন ?
যদি আলাদা করতে না পারো -
যদি আলাদা করে চিনতে না পারো ?
কি করে মেলাবে স্বত্বা ?
নিজের সাথে অন্য আর কারো ?
আমি নিজেই একদিন হবো প্রকাশ
বের করে আনবো নিজেকে অন্তরাল থেকে ,
তোমার সামনে হাজির করবো নিজেকে আবার -
নতুনভাবে নবরূপে মুখোমুখি -
নতুনকরে গ্ৰহন কোরো আবার - যদি পারো -
যদি ভালোবাসো -
ভালোবাসো যদি ।