আজ ভাবছি তোর বাড়ীতে যাবো,
গিয়ে তোকে চমকে দোবো আজ
আমায় নিয়ে ব্যস্ত হবি তুই !
পন্ড হবে সকল দিনের কাজ ।
দরজা খুলেই যেই দেখবি আমি !
দেখবো আমি তোর সে মুখের ছবি,
কি বলবি, বাড়ীতে কেউ নেই ?
নাকি বলবি , ভিতর এসো কবি !
হয়তো হেসে লজ্জা মাখা মুখে
ছুটে যাবি সাজতে সাজের ঘরে
হাত ধরে তোর বলবো, ওরে আমি
এই রূপেতেই দেখতে এলাম তোরে ।
কপাল ভরা বিন্দু বিন্দু ঘাম
নামছে রেখায় ভরাট কপোল বেয়ে
জমছে তোর ঐ দীর্ঘ গ্ৰীবার ভাঁজে
উদাস চোখে দেখবো আমি চেয়ে ।
চোখেতে তোর স্নিগ্ধ কোমল হাসি
বসন খানি রয় যে অগোছাল
তোর এই রূপে বিশ্ব পাগলপারা
বাঁশী বাজায় মনেতে রাখাল ।
লজ্জা পাবি , নয়তো রেগে যাবি
ভাববি মনে, কেন এলো এই পাজি !
ভয় নেই রে , যাবোনাকো আমি ,
তোকে নিয়ে ভাবতেই আমি রাজি ।।