যে ছেলেটা যে মেয়েটা সাত পাকেতে পড়লো বাঁধা
তারা যে আজ দুচোখ ভরে এক পৃথিবী স্বপ্ন দেখে
বাঁধবে দুজন সুখের বাসর ভুবনডাঙার আকাশ ঘিরে
সেই বাসরে শুধুই যেন সততা আর প্রেম ই থাকে -
তবে ডিভোর্স কেন !
যে দম্পতি এই তো প্রথম কোলে পেলো সদ্যজাত
একোল ওকোল যত্ন করে বুকের মাঝে আঁকড়ে ধরে
মনের মাঝে স্বপ্ন গাঁথে যতই আসুক ঝঞ্ঝা তুফান
সন্তান কে সত্যিকারের মানুষ যেন করতে পারে -
তবে বৃদ্ধাশ্রম কেন !
যে ছেলেটার কুড়ি বছর বেকার জ্বালার তাপ জুড়ালো
অবশেষে সরকারি এক আপিসে তার চাকরি জোটে
সেই ছেলেটা স্বপ্ন দেখে উঁচিয়ে মাথা দেশের সেবক
সততা আর পরিশ্রমের উপার্জনেই শান্তি পেটে -
তবে ঘুষটা কেন !
যে মেয়েটার আজকে সবে রাঙলো সিঁথি বধূর বেশে
এতদিনের আপন ছেড়ে অজানা এক পরিবেশে
সেই বধূটি স্বপ্ন দেখে করবে আপন নতুন স্বজন
প্রাণপাত তার সংসারেতে ভালোর আশায় ভালোবেসে-
তবে বধূ নির্যাতন কেন ?
প্রশ্ন গুলো প্রশ্ন করে চেতন মনে এই ভাবনাই
প্রশ্ন গুলো চেঁচিয়ে বলে, উত্তর চাই উত্তর চাই ।।