একদিন দুপুরে, টুসি দের কুকুরে
করলো কি মহাকাজ জানো ?
টুসি বলে কালুরে ডুব দিয়ে পুকুরে
একখানা মাছ ধরে আনো,
সেই শুনে একলাফ পুকুরের জলে ঝাঁপ
দিয়ে কালু হাবুডুবু খাচ্ছে
পাড়ে বসে সকলে চোখ তুলে কপালে
শুধু টুসি হাউহাউ কাঁদছে,
কালুর বন্ধু টুসি, টুসিকে করতে খুশি
কালু যায় মাছ ধরে আনতে
টুসি মনে ভয় পায় কালু যদি ডুবে যায়
তার ছোটো আবদার মানতে !
তারপর কি হলো জানো ? চুপ করে সেটা শোনো
কালু দিলো এক ডুব জলে যেই
সব করে হায়হায়, কালু বুঝি ডুবে যায়
প্রাণখানা গেল বুঝি অকালেই,
টুসি বলে কালু রে, উঠে আয় বাবু রে
এই দেখ আমি কতো কাঁদছি
দরকার নেই মাছে, তুই সোনা আয় কাছে
তা না হলে আমি জলে নামছি,
আর ঠিক তখনই জলে লাগে দুলুনি
কালু ভেসে আসে ঐ সাঁতারে
চক্ষু চড়কগাছ একখানা বড়ো মাছ
ধরে আছে কালু এক কামড়ে,
কালু যেই পাড়ে আসে, টুসির সামনে বসে
পায়ে দেয় উপহার সেই মাছ
টুসির মুখেতে হাসি, কালু টুসি ঘেঁসাঘেঁসি
আনন্দে কালু শুধু নাড়ে ল্যাজ।