তুমি টিপ পোরোনা কপালে
কপালখানা আড়াল হবে টিপখানা গোল আদলে,
তুমি দুল পোরোনা কানেতে
কানের লতি কষ্ট পাবে দুলের বিষম ভারেতে,
তুমি নাক ঢেকোনা নোলোকে
তোমার ও নাক টিকালো খুব হিংসে করে সব লোকে
তুমি বেঁধোনা চুল কবরী
চুলগুলো সব দম হারাবে এলোকেশেই সুন্দরী,
তুমি রঙ দিওনা অধরে
গোলাপ বরণ ওষ্ঠ যুগল তাতে কি আর রঙ ধরে ?
তুমি চোখ ঢেকোনা অঞ্জনে
নিকষ কালো চোখের পাতা কাজল সেথায় হার মানে,
তুমি রেঙোনা রূপশৃঙ্গারে
দুচোখ বুজে তোমায় যে পাই এইরূপে হৃদপিঞ্জরে।