তোকে নিয়ে লিখবো বলে , সকাল থেকে বসে আছি,
ভনভনিয়ে ঘুরছে মাথায় ,একটা ভালো চিন্তামাছি ,
কাগজ কলম সব ই আছে , এবার শুধু লেখার পালা,
সেই সময়েই পেপার এলো, কলিংবেল এ ঝালাপালা
খবর পড়া একটু নেশা, চোখটা বুলোই এই পেপারে,
সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে বিকোচ্ছে সব বিগবাজারে,
খুঁজতে খবর পরের পাতায়, দেশের কি হালচাল হলো,
পাতা জোড়া রঙিন খবর," সেনকো আপনার পাড়ায় এলো "
গ্যাঁট দুর্বল, নোইন্টারেস্ট, খেলার খবর খুঁজতে হবে -
পাতা ভরা হাজার জ্যোতিষ , ছু মন্তরে লাক ফেরাবে ,
ধ্যাত্তেরি ছাই পরের পাতায়, নিশ্চয়ই ঠিক পাবো খবর,
ব্যাঙ্ক এ টাকার সুদ কমেছে , না হয় নেতার বিদেশ সফর
ওমা, সেটাও পাইনা খুঁজে, পাতা জোড়া সুন্দরীরা,
এক ঝটকায় হচ্ছে সিলিম , কালো থেকে সাদায় ফেরা,
খবর শুধু একটাই পাই, পড়তে আমার হয়না কো ভূল,
নতুন কোনো রেপ এর খবর, নয়তো পোড়ে দরগা দেউল,
মুড়ে আমার স্ট্যাটাস পেপার, এলাম আবার লিখতে ছড়া,
হায়রে কপাল, লিখবো কোথায়, তোর ছবিতো পাতাজোড়া,
তোকে নিয়ে লিখবো বলে, সকাল থেকে বসে আছি -
জানলা খুলে পালিয়ে গেছে, আমার সাধের চিন্তামাছি ।