মেঘ উঠেছে আকাশ জুড়ে
দিনের আলো নিভো নিভো,
কড়কড়িয়ে বাজ পড়ছে
তবু আমি মাঠ পেরোবো-
তোমায় আমি দেখতে যাবো ,
জোয়ার এলো সাগরজলে
মাঠ ঘাট সব ডুবো ডুবো ,
পাচ্ছে না কেউ থই অতলে
তবু আমি সাঁতার দেবো -
তোমায় আমি দেখতে যাবো ,
ঝড় উঠেছে কালবোশেখীর
আকাশ কালোয় হারিয়ে যাবো
আমবাগানে তোমার সাথে
ঝড়ে পড়া আম কুড়াবো -
তোমায় আমি দেখতে যাবো ,
হচ্ছে লড়াই চলছে গুলি
বলছে সেনা সবাই ভাগো
মরছে মানুষ লাখে লাখে
তবু আমি যুদ্ধে যাবো -
তোমায় আবার দেখতে পাবো ,
থামলো লড়াই গুলিগালা
এবার বুঝি শান্তি পাবো ,
তোমার হদিস নেইকো কোথাও
গন্ধ পচা লাশ পোড়াবো -
তোমায় একবার দেখতে পাবো ,
দুই পারে দুই এক ই মানুষ
তবে কেন বেড়া দেবো
বইছে নদী এক ই স্রোতে
আকাশ তারা সবায় কবো -
কোথায় তোমায় আবার পাবো -
তোমায় আমি দেখতে যাবো ।