একমুঠো রোদ তোমায় দিলাম আমি
বিলাও তোমার অঙ্গ আভরণে
ছিন্ন সকল অন্ধ সংস্কার
জ্বলুক আলো বন্ধ বাতায়নে ,
একটা মেঘের বসন তোমায় দিলাম
মেঘবসনা উদার গগন জুড়ে
উড়তে তোমার নেই শিকলের টান
ইচ্ছা উড়ান তোমার অভিসারে ,
ধ্রুবতারা তোমায় যদি দিই
পথ নির্দেশ তোমার রেখা মেনে
জগৎ মাঝে আলোকবর্তিকা
দিচ্ছ দিশা সকল অভাজনে
একমুঠো ঝড় তোমায় দিতে পারি
যদি তুমি কালবোশেখী সাজো
আচম্বিতে উড়িয়ে যাবে নিয়ে
বেলাশেষের ব্যস্ত গভীর কাজ ও,
এক পশলা বৃষ্টি তোমায় দেবো
গুনগুনিয়ে ঝরবে ধারাপাতে
মাটির সকল তৃষ্ণা কাতর প্রাণ
মাতবে খেলায় তোমার বরষাতে,
কাশের বনে তোমায় নিয়ে যাবো
শুভ্র ফেনিল অমল আহ্বানী
প্রতি ঘরে বাজবে তোমার বেণু
আজ প্রভাতের নূতন আগমনী।।