*** তোকে নিয়ে ***

--- তন্ময় দে বিশ্বাস ----

তোকে নিয়ে আর পারিনা,
যখন তখন ঢুকিস মনের মাঝে
সবসময় যে তোকে নিয়েই ভাবতে হবে
এমন  কথা কোথাও লেখা আছে ?

সকাল বেলা ঘুমের থেকে উঠে
জানলা খুলে দেখছি কতো ছাতারে পাখির খেলা
এগাছ ওগাছ তিড়িং বিরিং ফুরুৎ ফুরুৎ ওড়া
কি সুন্দর কিচিরমিচির ডাকছে ভোরের বেলা -
ওমা, হঠাৎ তুই ঢুকলি কিচিরমিচির সুরে
মনের মাঝে তোর মিহিসুর উঠলো বেজে যেন
পন্ড সকল ছাতারে আর তাদের কুহুকূজন
তুই সকলি গ্ৰাস করলি একনিমেষে কেন ?

একটু বেলায় চোখ মেলেছি চা পেয়ালা হাতে
টগর ফুলের গাছটা শুধু সাদা টগর ছাওয়া
তোর মুখটা কোথায় ছিল কে জানে কোন খানে
আমার চোখে হাজির হলি , টগর হলো হাওয়া-
তোর চোখের ও মনিগুলো ভাসলো আমার চোখে
পিটপিটিয়ে বললো, ওরে নয়নতারা ভালো
হায়রে আমার সাদা টগর অনিচ্ছা উচ্ছাসে
সবুজ পাতার মাঝে যেন সব রঙ হারালো,

আরো বেলায় স্নান করতে নদীর পাড়ে এসে
দেখছি কেমন ঢেউ আছড়ে পড়ছে নদীর পাড়ে
যেন কতো ভালোবাসা আগলে রেখে বুকে
এক লহমায় উজাড় করে ভাঙছে চুপিসারে,
ওমা, আবার ঠিক তখনই কলসি নিয়ে কাঁখে
কোথায় ছিলি বুঝলাম না তুলতে এলি জল,
নতুন করে তুললি লহর নদীর জলের বুকে
আমার চোখের ঢেউভেঙে খুব মজা পেলি বল ?

বিকেলবেলা একলা যখন দিগন্তরাগ রাঙা
পশ্চিমেতে ঢলছে রবি সারাদিনের শেষে
আকাশ জুড়ে মেঘ বলাকায় চলছে লুকোচুরি
দেখছি কেমন আকাশ খানা মাটির সাথে মেশে -
ঠিক তখনই তোর ডাকেতেই কাটলো মনের ঘোর
ডাকলি আমায় মনে মনে ফিসফিসিয়ে কানে
হঠাৎ যেন আঁধার করে সূর্য গেল ডুবে
বাড়ির পথে পা বাড়ালাম সেই গোধূলির ক্ষণে,

রাতের বেলায় জানলা খুলে দেখি আকাশ তারা
কালপুরুষের কায়াজুড়ে সরলরেখায় টান
সপ্তর্ষি মন্ডলে পাই লেজ ওলা এক ঘুঁড়ি
মনের মধ্যে তুই এলি আর কল্পনা খানখান,
এবার শুধু তোকে নিয়েই ভাবনা হলো শুরু
তোর চাহনি তোর আবেশেই মগ্ন আমার মন
পাগল আমি তোর প্রেমেতে তুই তো আমার সব
করিসনা রাগ আমার কথায়, তুইযে আপনজন।