আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল দেহের পর
কেমনে পড়িল সকল আলোক- কেমনে ভাঙিল ঘুম,
দরবিগলিত ঝরিছে ঘর্ম
জ্বালাজ্বালা করে সকল চর্ম
এহেন সকাল -সারাদিন ভেবে- ক্লান্তিতে নিঃঝুম ,
গাত্রবসন পড়িছে খসিয়া
বুকে পিঠে নখ ঘসিয়া ঘসিয়া
সারা দেহে আজ আঁচড়ের দাগ- ফালাফালা হয় গা
তাহার উপর ঘামাচি হাজির
এরূপ দিনের নেইকো নজির
মনে হয় যেন জলে ডুবে থাকি - আরাম যদিও মেলে বা ,
গাছপালা সব দাঁড়িয়ে নিথর
নেই দেখা কোনো বৃষ্টি বা ঝড়
ঘরের বাহিরে তাকানো কঠিন - চারিদিকে বহে লু ,
কাজে না বেরোলে পেটে খাবো কি ,
তালপুকুরে তে ডোবেনা ঘটি
বেরোতেই হবে পেটের জ্বালায়- মন খালি ডাকে কু ,
মুখ মাথা সব ঢেকেই রুমালে
জয়মা বলে ঝাঁপাই অনলে
রাস্তায় যেন লেগেছে আগুন - লকলকে ধোঁয়া ওড়ে
সুয্যি তোমার একি গ্যাঁড়াকল
তোমাকে মামা ডাকাই বিফল
ভাগ্নে আমরা সেকি ভুলে গেলে- কোথা দমকল ওরে !
হে ভগবান, বৃথা এ জনম
পুরুষ বানিয়ে করেছ খতম
মাথায় ওপর ঝুলছে খাঁড়া - এগোনো পিছোনো দায় ,
মেয়ে করে দিলে ক্ষতি কি হোত
এই গরমেতে ঘরে থাকা যেতো
সামনে জনমে মেয়ে করে দিও - মিনতি তোমার পায় ।।