*** তফাৎ ***

---- তন্ময় দে বিশ্বাস ---

আমার কাছে বৃষ্টি অনেক দামি
তোমার কাছে দামি জলের ফোঁটা
আমার কাছে জীবন অনেক দামি
তোমার কাছে দামি বিলাস ছটা,

আমার কাছে সৃষ্টি অনেক দামি
তোমার কাছে দামি সৃষ্টিসুখ
আমার দামি হৃদয়ানুভুতি
তোমার কাছে আড়ম্বরের মুখ

আমার কাছে সময় বড়ো দামি
তোমার কাছে দামি চাওয়া পাওয়া
আমার কাছে স্বপ্ন দেখা দামি
তোমার কাছে দামি নাগাল পাওয়া

আমার কাছে দামি সরলতা
তোমার কাছে আধুনিকতার ধোঁয়া
আমার কাছে ভালোবাসা দামি
তোমার কাছে অনুরাগের ছোঁয়া