তোর সঙ্গে রাত্রি জাগা অনেক অনেক সুখ
একবালিশে আমরা, আমার চোখেতে তোর মুখ,
আলতো করে হাতটা বুলোই তোর কপালে চুলে
বেশ করেছিস এলোকেশী চুল রেখেছিস খুলে,
নাকটা ধরে একটু নাড়াই, খুব টিকোলো নাক
একদম চোখ বুজবিনা তুই যততোই ঘুম পাক,
আজকে শুধু বলবো তোকে জমাট যতো কথা
লাগলে ভালো রাখতে পারিস আমার হাতে মাথা
তোর দুচোখের তারায় আমার জীবন্ত জলছবি
হাসলে হাসে কাঁদলে কাঁদে সচল অনুভবি
হাত দিয়ে তুই ধরনা আমায় , বলতে হবে নাকি ?
তুই আর আমি, লজ্জা পাবার দরকার টা কি !
আঙুল দিয়ে ঠোঁট টা নাড়াই একটু আদর করি
একটু আরো আয়না ঘেঁসে, আমি শুধু তোর ই,
আমার দিকে একটু তাকা একটু কিছু বল
আমার আমির সবটা জুড়ে তুই শুধু সম্বল,
আমার বুকে মুখটা গুঁজে আলতো করে স্বর
বল,"আমি তোকেই ভালোবাসি, আমার সব ই তোর",
জড়িয়ে বুকে ভালোবেসে আঁকড়ে ধরে শুই
ওমা,এতো পায়ের বালিশ, কোথায় গেলি তুই !
ঠিক তখনই মশা কানে বাজিয়ে গেল পোঁ
ঘেমে গেছি, মশারি খাটাই, স্বপ্ন বাজি ভোঁ।।