*** স্বপ্ন ***

----- তন্ময় দে বিশ্বাস ----

কাল রাতে একটা স্বপ্ন দেখলাম,
পৌঁছে গেছি কোনো এক অজানা জায়গায়,
প্রাসাদোপম বাড়ি, চারিদিকে আলোর রোশনাই -
তোমরা সবাই আছো, নেই শুধু সে-
হয়তো ইচ্ছে করেই আসেনি
বা আসার ইচ্ছে টাই হয়নি
বা অভিমান করেছে ---

অনেক খুঁজলাম তাকে,
এঘর ওঘর, এ গলি সে গলি, এ কোন সে কোন,
এ বারান্দা সে বারান্দায়,
যদি কোথাও লুকিয়ে থাকে চুপ করে-
যদি হঠাৎ পিছন থেকে এসে চেপে ধরে চোখ,
বলে ওঠে - কে বলোতো আমি?
তার গায়ের গন্ধে আমি জেনে যাই- এটা সে,
তার পায়ের নিঃশব্দ আওয়াজে
আমি বুঝে যাই - এটা সে,
তার ঘনঘন নিঃশ্বাস স্পর্শে আমি
অনুভব করি- এটাই সে,
তবুও জানতে দিইনা তাকে,
কিছুই নাজানার ভান করে বলি-
বুঝতে পারছি না, কে বলোতো তুমি?
বিজয়িনীর মতো খিলখিলিয়ে হেসে সে বলে ওঠে -
এমা! হেরো, হেরো! এটা আমি !

তাইতো খুঁজছি তাকে,
যদি খুঁজে পাই-
হাতের আঙুল ধরে নিয়ে যাবো বকুলতলায়,
ছড়ানো বকুল দিয়ে গেঁথে দেবো মালা,
নয়তো আলতো হাতে নিয়ে যাবো পলাশের কাছে,
কলা বিনুনির ভাঁজে ভাঁজে গুঁজে দেবো সদ্য খসা অগ্নিপুষ্প,
হয়তো দুহাতে আঁকড়ে তাকে
নিয়ে যাবো লাল আবিরে রাঙা কৃষ্ণচূড়ার কাছে
রক্তিম কৃষ্ণচূড়ার ফুলে সাজাবো কবরী,
দেখবো আমার আমিকে সম্মুখে একাগ্রে,

তাইতো খুঁজছি তাকে -
এ ঘর ওঘর, এ গলি সে গলি, এ কোন সে কোন
এ বারান্দা সে বারান্দায় - উঠোনে বাগানে!
হয়তো আসেনি সে !
ইচ্ছে করেই হয়তো আসেনি!
বা আসার ইচ্ছে টাই হয়নি!

ভেঙে গেল স্বপ্ন -
সে তো নেই, তাহলে এতক্ষণ স্বপ্ন জুড়ে ছিল কে?