বৃষ্টি হলেই সৃষ্টি বাবুর মেজাজ খানাই অন্য
একলা হয়ে খোলামাঠে মন হতে চায় বন্য,
যে যাই বলুক পাঁচজনে
চোখটা বুজে আনমনে
মুখ হাঁ করেন আকাশ পানে বৃষ্টি পানের জন্য -
বৃষ্টি হলেই সৃষ্টি বাবুর মেজাজ টা হয় অন্য।
আবার কখন ঘামিয়ে মাথা বুদ্ধি আঁটেন মস্তকে
দুই দিকেতে বাড়িয়ে যুগল শীর্ণ করুন হস্তকে
বাগিয়ে ধুতি উদম গায়
ঘুরতে থাকেন ডাইনে বাঁয়
বনবনিয়ে চক্বর দেন পশ্চিমে আর পূবদিকে-
নিত্যনতুন শিল্পকলার বুদ্ধি ভাঁজেন মস্তকে।
এইতো সেদিন বৃষ্টি হতেই হঠাৎ জাগে খেয়াল তার
হুড়মুড়িয়ে খালি পায়ে সেঁদিয়ে গিয়ে বনবাদাড়
চুপটি করে একমনে
বৃষ্টি গোনেন গাঁট গুনে
হিসেব নিকেষ অনেক করেন কিসের সেটা বোঝাই ভার
এইতো যেদিন বৃষ্টি হলো হঠাৎ হলো খেয়াল তার।
আর একদিন দুপুর বেলা বৃষ্টি এলো খুব জোরে
আকাশ কালো মেঘ গুড়গুড় মূষলধারা যায় ঝরে
পুকুর জলে খেলছে ঢেউ
ত্রিসীমানায় নেই যে কেউ
সৃষ্টি বাবু সাঁতার কাটেন দম টেনে নেন বুক ভরে-
ডুব সাঁতারে পেরিয়ে যান এপাড় থেকে ঐ পাড়ে।
এমনি করেই রোজ কাটে তার শীত গ্ৰীষ্ম বর্ষাদিন
ভুলেই গেছেন বাড়ছে বয়স নবীন থেকে আজ প্রবীণ
সৃষ্টি হতে ইচ্ছে হয়
জানি সেটা হবার নয়
সবাই তো আর সৃষ্টি যে নয় বৃষ্টি পাগল নিত্যদিন
বৃষ্টি জানে মাটির বুকে মিথ্যা ঝরা সৃষ্টিহীন ।।