*** সত্যি স্বপ্ন***
* তন্ময় দে বিশ্বাস *
কাল রাতে এক স্বপ্ন দেখে থমকে গেলাম আমি,
হাজার লোকের ভিড়ের মাঝে হারিয়ে গেলে তুমি!
হাতটা তোমার ধরে ছিলাম আলতো করে বাঁয়ে
হঠাৎ কেন ছাড়িয়ে নিলে কিসের অভিপ্রায়ে !
খুঁজতে তোমায় হন্যে হয়ে ঘুরি গলি ঘুঁজি
হাজার হাজার লোকের মাঝে তোমার মুখটা খুঁজি,
তোমার মতো বেণী দেখেই আঁচল ধরে টানি,
সামনে গিয়ে দেখি, এমা, একে তো না চিনি!
একবার যাই এই তাঁবুতে পরেই অন্য তাঁবু
পাগলপারা আমি তোমায় পাইনা খুঁজে তবু,
মনে হোলো তুমি ছাড়া জগৎ খানাই ফাঁকা
পাশে তুমি না থাকলে ভীষণ আমি একা !
ধীরে ধীরে ভাঙছে মেলা ফিরছে সকল জন
হাল ছাড়িনি এদিক ওদিক খু়ঁজেই চলে মন
সব কোলাহল থামলো সকল ঘরমুখো পসারী
তবুও আমি দুচোখ জুড়ে তোমায় খুঁজে ফিরি,
মেলার মাঠে নেই কেউ আর দাঁড়িয়ে আমি একা
হঠাৎ ই এক গাছের তলায় পেলাম তোমার দেখা,
সামনে তোমার রাজপুরুষ এক স্বর্ণাভরণ জ্যোতি
এগিয়ে গেলো তোমার দিকে চাইলো না সম্মতি,
তখন তুমি রানীর বেশে তৃপ্তি মূখর হাসি
মনে মনে বললাম আমি- তোমায় ভালোবাসি-
সবার মাঝে থাকাই জীবন নাই হলে বিলাসী
একলা থাকা কষ্ট ভীষণ এযে বনবাস -ই,
শুনলে নাকো, চলে গেলে হাত রেখে তার হাতে,
হারিয়ে গেলে অনেক দূরে আলোর ভবিষ্যতে,
ঠিক তখনই ভাঙলো স্বপন হাত বাড়ালাম পাশে
আমার ছেঁড়া কাঁথা আমায় মুড়লো ভালোবেসে ।