পারের কড়ি নেবে গোঁসাই?
পার করাতে হবে !
আমার যতো অতীত রতন
আমার সঙ্গে যাবে,
যাবে আমার রিক্ত বসন
আমার অলংকার
আরো যাবে আমার যতো
নিঃস্ব অহংকার,
যাবে আমার অশান্ত প্রেম
আমার যতেক আশা
আমার হাসি আমার কান্না
আমার ভালোবাসা,
যাবে আমার ক্ষয় অক্ষয়
আমার পরিহাস
আরো আমার চাওয়া পাওয়া
মলিন দীর্ঘশ্বাস,
যাবে আমার ন্যায় অন্যায়
আমার কর্মফল
আছে যতো আচার বিচার
উদাসী উচ্ছ্বল,
যাবে আমার বিলাস ব্যসন
আমার নিত্য দিন
কামনা বাসনা যতো
সাজানো রঙিন,
সঙ্গে নেবো হারা জেতা
আমার চোখের জল
আরো নেবো সুখ আর ব্যথা
অটুট মনোবল,
নেবো আমার ইচ্ছে পাখি
অনিচ্ছা টাও নেব
শুধু আমার ধর্ম টাকে
কবর দিয়ে যাবো,
দাঁড়াও গোঁসাই আসছি আমি
আমায় নিয়ে যাও
শেষ পারানির কড়ি আমার
পার করিয়ে দাও।
### 4/5/18####