ফ্রকটা ছেঁড়া তেলচিটে চুল
নেই চিরুনি খেলামবাটি
পরের বাড়ি বাসন মাজে
নাম দিয়েছি সরস্বতী
বস্তা কাঁধে কাগজ কুড়ায়
ক্ষিদেয় শুকোয় চোখের পানি
কাগজ ভরা হিজিবিজি
নাম রেখেছি বীণাপানি
পথের ধারে গোলাপ বেচে
সিগন্যাল হয় লালচে বাতি
গাড়ির কাঁচে প্রতিচ্ছবি
নাম ডেকেছি বিদ্যেবতী
চা গুমটি বেঞ্চি মোছে
ধুচ্ছে এঁটো চায়ের গেলাস
ছোট্ট চোখে অনেক কথা
বাগদেবী নাম ফাস্টুকেলাস,
রাতপরীরা স্বপ্নে আসে
জ্বালায় চোখে আশার আলো
বস্তি ঘরে কান্না ,আর এক
সরস্বতীর জন্ম হলো।