*** সঙ্গম ***
----------------- তন্ময় দে বিশ্বাস -----

গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে
মানুষ বনেছে আজ সাক্ষাৎ যমে
লড়াই টা আজ আর মানুষের নয়
কে বড়ো কোরআন নাকি গীতা মহাশয়,
একটা যমের বেশ ফেজ টুপি দাড়ি
অপর যমটা হাতে লাল ধ্বজাধারী,
বাধাচ্ছে লড়াই আজ সাধু মোল্লারা
মরছে মানুষ শুধু সাধারণ যারা,
মহিমের জমি চষে মিঞা কালু ভাই
সাবিরের সেরেস্তার খাজাঞ্চি নিমাই,
মহিমের মুখে ভয় কালু বলে, দাদা-
ভয় নেই আমি আছি, আসুক হারামজাদা
মরবো আগেতে আমি তারপর তুমি
অন্নদাতারে জেনো বাঁচাবোই আমি
মহিমকে ঘরে পুরে কালু ছাড়ে হাঁক
কোথায় কে মোল্লা আছিস আয় দেখা যাক,
সাবিরের সামনে আছে দাঁড়িয়ে নিমাই
বলে আজ আমি আছি কোনো ভয় নাই
আসে যদি কোনো সাধু হাতে নিয়ে ছুরি
তোমাকে বাঁচাতে আমি প্রাণ নিতে পারি,
আমার রক্তে আছে সাবিরের নুন
নিমকহারামী নয় মানুষের গুণ,
আসুক সাহস থাকে কোনো সাধু যম
প্রভুরে বাঁচাতে নিমাই নয় অক্ষম,
যতো মহিম, সাবির যতো কালু বা নিমাই
একসাথে জোট বাঁধে থামাতে লড়াই,
সাধু মোল্লারা সব ভয়ে ছাড়ে দেশ
ধ্বজা পথে মাড়ামাড়ি দাড়ি ও নিকেশ,
মহিমের জমিতে ধান, কাটে কালু ভাই
সাবিরের খাজাঞ্চিখাতা হিসাবী নিমাই
গ্ৰামে গ্ৰামে সেই বার্তা রটি গেল ক্রমে
মানুষ মানুষে আজ মেরেছে সে যমে
গীতা আর কোরআন এর মহাসঙ্গম
তাই দেখে পালিয়েছে ভেকধারী যম,
আর যদি কোনদিন যম আসে দেশে
মোল্লা বা সাধুই হোক মরবেই শেষে।

#####$$