*রাধিকা সংবাদ*
---- তন্ময় দে বিশ্বাস ------
আমি রাধিকা দেখিনি- শুনেছি,
শুনেছি সে ছিল এক শিখন্ডী আয়ানের বধূ
রূপসী তন্বী এক গোপবালিকা
প্রেম ছিল অন্তরে অনাবিল, যা সুপরুষ কৃষ্ণের শুধু,
রাধিকা দেখিনি আমি- শুনেছি
শুনেছি রাধিকারাণী সঙ্গোপনে যেত প্রেমঅভিসারে
প্রাণবল্লভ প্রিয় কানুর বাঁশরী
ডেকে নিয়ে যেত তারে নিশীরাতে যমুনা কীনারে,
রাধিকা দেখিনি আমি- শুনেছি,
শুনেছি সে প্রেমগাথা মানভঙ্গ রাসলীলা গান
কদম্বশাখেতে কানু দুলায়ে চরন
গোপিনীসঙ্গ ছিল আর ছিল রাইকিশোরীর উতলা পরান,
রাধিকা দেখিনি আমি- শুনেছি,
প্রেমডোরে বাঁধা ছিল শ্যামসুন্দর আর বিনোদিনী রাই
উন্মত্ত পাগলিনী রাধা প্রেম জরজর
ধ্যানজ্ঞান ছিল তার রমনীমোহন সেই প্রেমিক কানাই
রাধিকা দেখিনি আমি- শুনেছি
দ্বাপর যুগের সেই রাধাকৃষ্ণের অমর প্রেম লীলা গাথা
বৃন্দাবন মেতেছিল প্রেমের জোয়ারে
উতলা ছিল সে প্রেমে অষ্টসখীর সাথে আয়ানবনিতা,
রাধিকা দেখেছি আমি- আজ
তেমনি পাগলপ্রায়, ভালোবাসা কাঙালী সাহসিনী মুখ
অনাদর অপমান বুকে সঞ্চিতা
স্বামীগৃহে পায়নি সে সমাদর, অধিকার সম্মান সুখ,
রাধিকা দেখেছি আজ- আমি
শুধু ভালোবাসতে জানে সে অকাতর প্রাণভরে যত
একটু সম্মান আর স্বাধিকার তরে
ভিখারী সে প্রেমাতুর, অভিমানী রাধিকার মতো,
রাধিকা দেখেছি আমি- আজ ।।