আকাশ খানা আলো আঁধার ভোর হচ্ছে বুঝি
একলা আমি পথের মাঝে একটি দোসর খুঁজি,

ঐ দেখা যায় একটা মানুষ আসছে যেন হেঁটে
ওকেই তবে শুধাই ডেকে সূর্য কখন ওঠে

ও শুধু কয়, বাবুমশাই রাত্রি হওয়া জানি
মাথায় বোঝা ঘাড় তোলা দায় রোজদিন গুজরানি,

মুখখানা যার পায়না আলো মাথায় কালের বোঝ
কি করে সে দিতে পারে সূর্য ওঠার খোঁজ !

নজর ফেরাই অন্য দিকে ঐ এক বুড়ি আসে
ও জানে ঠিক কখন রবি পূব আকাশে ভাসে

শুধাই ডেকে ও বুড়িমা সত্যি করে বলো
রোজ সকালে কখন রবি ছড়ায় দিনের আলো,

বললো বুড়ি ওরে বাছা সত্যি কথা শোন
সূর্য এখন উঠবে না আর খুব খারাপ ই মন,

তোরা যেটা দেখিস আলো ওটা যে ওর ছায়া
সকাল হলো যেটা ভাবিস সেটা শুধুই মায়া,

মানুষ যে সব হারিয়ে গেছে পাপের করালতলে
দু পায়েতে হাঁটছে যারা, তাদের মানুষ বলে ?

মানুষ হলো মান আর হুঁশ, বিবেক দিয়ে গড়া
এখন যারা মানুষরূপী সবাই ঘাটের মড়া,

একটু আগে যেজন গেলো ওটা বিবেক বুড়ো
আমি হলাম জগৎ বুড়ি , কষ্টে আছি বড়ো ,

যেদিন সবার ফিরবে মান হুঁশ, উঠবে সবাই জেগে
সেদিন ঠিকই উঠবে রবি নতুন উদয়রাগে,

আমরা সেদিন শান্তি পাবো, সত্যি প্রভাত হলে
দেখবি সেদিন সূর্য ওঠা সকাল কাকে বলে ‌।