অচিন গ্রামের ছোট্ট পূজো মিলছে সবাই পুজোর মাঠে
আমিনা দি দিচ্ছে গোলা গফুর মিঞা বাদার ছাঁটে,
পঞ্চমী আজ কুমোর পাড়ার শেষের ছোঁয়া তুলির টানে
কালু চাচা দাঁড়িয়ে আছে বইবে ঠাকুর রিকশা ভ্যানে,
কাল মানসী দাঁড়িয়ে ছিল বারান্দাতে রাত্রে একা
শুনছিলো সে প্যান্ডেলেতে ঠুকঠুকঠুক পেরেক ঠোকা,
উদাস মনে ভাবছিলো সে দুদিন পরে আসবে উমা
প্রতিবছর বাপের বাড়ি চারটি দিনের পরিক্রমা,
লাগবে পুজোয় শিউলি ফুলে ছড়িয়ে আছে শিউলি তলা
যত্ন করে কুড়োয় ফ্রকে রুকসানা আর মিতা দোলা,
কাল ষষ্ঠীর বোধন হবে চন্ডীতলায় পাঁজি মেনে
জ্বলবে আলো , অমল কিরণ আর আব্দুল লাইন টানে,
মায়ের বোধন ঢ্যাংকুড়কুড় বাজবে ঢাঁক ঢোল সঙ্গে কাঁসি
নাচবে ফরিদ নাচবে কিশোর নাচবে ফজু মলয় কাশি,
অষ্টমীতে সন্ধিপুজো হবে শ আট পদ্মফুলে
গামছা পরে ফুল তুলতে নামলো রহিম কোমর জলে,
অষ্টমীতে ছোলার ডাল আর লুচি হবে বিকাশ জানে
মাকে বলে ইচ্ছে আছে বলবে বন্ধু সুলেমানে
আজ থেকে তাই ঠিক করেছে সবাই মিলে জাগবে রাত
অচিন গ্ৰামের ছোট্ট পূজো নেইকো বিভেদ জাত আর পাত ।।