*** প্রত‍্যাবর্তন ***          * তন্ময় *

একদিন এক সাঁঝবিকেলে হঠাৎ তুমি সামনে এলে
মিষ্টি হেসে শুধাও কানে - কেমন আছো তুমি ?
তখন আমি দেখছি তোমায় অবাক দুচোখ মেলে
বললাম- যেমন দেখছো তুমি, তেমন আছি আমি ,

তারপর রোজ দিনদিন তোমার আসা হলো শুরু
কতরকম গল্প কতো রাঙিয়ে যাওয়া কথা -
বুকের মধ্যে শুরু আমার শব্দ দুরুদুরু
মনের সকল কথা ভুলে তোমাতে ব‍্যস্ততা ,

আস্তে আস্তে করলে তুমি সকল আমায় গ্ৰাস
কেমন করে কেমন যেন বদলে গেলাম আমি
সকাল বিকাল সাঁঝে তোমার চিন্তাতে অভ‍্যাস
তুমি মানেই আমি ভাবি, আমি মানেই তুমি ,

এমনি ভাবেই কাটছিল দিন স্বপ্ন মাখা চোখে
ভেবেছিলাম তুমি বোধহয় মনের কথাই বলো,
ভাবিনি কক্ষনো এটা কথার কথা মুখে
কাউকে কোথাও এগিয়ে দিয়ে নিজের পথেই চলো ,

যে কটাদিন সঙ্গে ছিলে ভরিয়ে ছিলে বুক
মনে হতো এক পৃথিবী আমার অধিকার
এক লহমায় আনতে পারি না পাওয়া সব সুখ
তুমি আমার এই জীবনের শ্রেষ্ঠ মনিহার ,

এখন আবার আমার পথেই ফিরতে আমায় হবে
অনেকখানি পথ হেঁটেছি নতুন পথের দিশায়
পুরোনো পথ হোক বন্ধুর, আমার চির রবে
মানুষ শুধু পথটা হারায়, পথ হারানোর নেশায় ।

#####কপিরাইট@তন্ময়########