*** প্রেমহয়রানি ***
** তন্ময় **
প্রেমের কথা বোলো না আর, প্রেম যে বড়ই জ্বালা,
মনের মধ্যে সদাই বাঁশী বাজায় মদন কালা,
উঠতে গেলে মন বলে বস , বসতে গেলে ওঠে
আকাশ কুসুম স্বপ্নরা সব দিন দুপুরেই ফোটে ।
ভাবনারা খায় লুটোপুটি , চিন্তারা খায় দোল,
সব ই আছে ঠিকঠাক, তবু সবেই গন্ডগোল,
অভুক পেটেও পায়না খিদে , নেইকো চোখে ঘুম,
প্রাণটা ওঠে ডগবগিয়ে, মন টা যে নিঃঝুম ।
পুজোর সময় ভিড়ের মাঝে , বনে গেলাম গাধা ,
পিছন থেকে মনে হোলো - ঐ তো আমার রাধা ,
যেই না আমি আস্তে করে আঁচল ধরে টানি -
মুখ ফেরাতেই দেখি বাড়ীর ঝি এর মেয়ে রানী।
পিছন থেকে সকল মেয়েই লাগে রাধার মতো,
ডাকবো কি ডাকবোনা ভেবে , খাই যে থতোমতো,
হচ্ছে মনে এটা আমার নতুন কোনো রোগ ,
প্রেম করতে এসে একি , কপালে দুর্ভোগ !
লিখতে বসে কলম হারাই, পড়তে বসে বই -
মনের মধ্যে হয় হাহুতাশ, রাধা আমার কই ,
একটুখানি দেখতে বদন, হাপিত্যেসে মরি,
রাধা আমার লাটাই হাতে , আমি প্যাঁচের ঘুঁড়ি ।
কি কুক্ষনে বুক ফেয়ারে চাইলো আমার পানে,
ইচ্ছে নাকি অনিচ্ছেতে, ভগবান ই জানে ,
তখন থেকেই মনের মাঝে নিত্য আনাগোনা ,
মনে পড়লেই মনটা বলে, অনেক কালের চেনা ।
তোমার রাধা আসতো কানাই, শুনেই তোমার বাঁশী,
আমার রাধা দেয়না ধরা, দৃষ্টি সর্বনাশী
অষ্টপ্রহর ভেবে ভেবে, চোখের তলায় কালি -
একটুখানি বুদ্ধি যোগাও, ওহে বনমালী ।