রাজার মহিষী কেহ, কেহ ঋষি ভার্যা
কেহ গুরুপত্নী, কেহ কেহ আর যা ,
সকলেই একাধিক পতি সহে করে বাস -
তবু তারা সতী কহে বিরচিত ইতিহাস।
কেহ চাহে সন্তান, কারো পুরে মনস্কাম
কেহ শুধু ভ্রমে পতি, কেহবা মিটায় কাম ।
তবু তারা পূন্যবতী - ললাটে স্বর্গবাস !
অসতী যাবেনা বলা - একি নয় পরিহাস ?
যদিও অসতী মেলে - অসৎ পুরুষ কই ?
একাধিক নারীসঙ্গ , পুরুষে মানানসই ?
জঠরে আগুন চেপে যে নারী অসতী হয়
সুশীল সমাজ তারে বেবুশ্যে কেন কয় ?
সন্তান কামনায় , পরপুরুষ দোষ নাই
সতী হয়ে করে বাস , রাজার বংশ তাই ?
মাতার আদেশ তাই, নারীদেহ বন্টন ,
এটাকি আদপে নয় মনোনীত ধর্ষন ?
শুনে রাখো এযুগের যত সৎ কাপুরুষ
গাত্রে মাখতে শেখো নিজের পাপকলুষ।
তোমাদের কামনা যারা দেহে বইবে -
তাদের ই বারাঙ্গনা তোমরাই কইবে ?
সেযুগের সতীরা , পাপিষ্টা যদি না হয়,
এযুগের বেশ্যাও, অসতী কিছুতে নয় ।
তবুও তাদের যদি নোংরা মাখাতে চাও -
তোমার ও রেহাই নেই - মানেমানে তৈরী হও ।