বুকের মাঝে উঠছে জেগে তোকে পাবার স্বপ্নটা
ভাবছি মনে সঙ্গোপনে আসবে কখন লগ্নটা
সামনে এসে বুকটা ঘেঁসে জড়িয়ে আমায় ধরবি বেশ
আমার চোখে আমার মুখে ছড়াবে তোর এলোকেশ
আমি তখন তোতেই মগন তাকাবো তোর মুখ পানে
জাপটে তোকে আমার বুকে কইবো কথা তোর কানে,
আমার মনের গভীর কোনের সকল কথা কই তোকে
নাড়বি তো মুখ টুকটুকটুক, ঘসবি মাথা মোর বুকে,
তোর দুটো পা রাখবি ক্ষ্যাপা আমার দুটো পা র ওপর
তেমন করেই তোকে ধরেই ঘুরবো ঘরের তেপান্তর।
যেইনা আমি নাকটা আমার ঘসতে যাবো তোর নাকে
লজ্জা পেয়ে দুষ্টু হয়ে ঘোরাবি মুখ ডান বাঁকে।
তোর ঐ কেশের আসবে সুবাস টানবো আমি গভীর শ্বাস
ফিসফিসিয়ে বলবি আমায়, একটু আরো ভালোবাস,
এইভাবে বেশ কাটবে সময় নেইকো হিসেব সময়টার
তারপর তুই বলবি আমায়, অনেক হোলো এবার ছাড়,
তখন মোরা দুজনাতে মুদবো নয়ন এক নিমেষ,
মেলবো আঁখি সামনে দেখি, বাসর পাতা মেঘের দেশ।
করতে বরণ তোর আগমন মেঘেরা সব ব্যস্ত আজ,
একটা কোনে আপন মনে আঁকছি বসে তার কোলাজ।