তোমার প্রিয় রঙীন ছবি , আমার প্রিয় সাদা কালো -
তোমার সঙ্গে তাল মেলাতে আমার দুচোখ পাল্টে গেলো ,
আর না -

তোমার প্রিয় চাইনিজ থাই, আমার প্রিয় পোস্ত বড়া ,
তোমার জিবের স্বাদ মেটাতে, আমার জিবে ধরলো খরা ,
আর না -

তোমার ভালো জিন্স্ টপ্ আর লেহেঙ্গা তার সঙ্গে চোলি
আমার ভালো তাঁতের শাড়ী, শান্তিপুরী ধনেখালি ,
আর না -

তোমার প্রিয় পাহাড় সাগর, আমার প্রিয় ইছামতি
তোমার মনের সুখ কিনতে, মনের নদী মন্দগতি ,
আর না -

তোমার প্রিয় কিটস্ ব‍্যরন, আমার প্রিয় রবীন্দ্রনাথ,
তোমার সঙ্গে তালমেলাতে, আমার সংস্কৃতি অনাথ ,
আর না -

তোমার কানে বুশ কেলভিন জ‍্যাগার শেরীন জেসি লেনন,
আমার ভালো মান্না কিশোর , হেমন্ত আর ফকির লালন ,
আর না -

তোমার ভালো ঠান্ডা ঘরের নরম বালিশ স্প্রিংএর গদি
ধরলো আমার সর্দি কাশি, নাকাল আমি অদ‍্যবধি ,
আর না -

তোমার সঙ্গে কম্প্রোমাইস চলছে আমার দিবানিশি
আর না - এবার দাঁড়াই উঠে , আমায় একটু ভালোবাসি।
এবার -

##############################