বিকেল ? তোর গায়ে
এতো প্রেম কেন !
সারাদিনের ক্লান্তি মেখেও,
তোর ডাক পাই সদা যেনো ,
কালবৈশাখী তোকে ভালোবাসে -
ভালোবাসে গোধূলির রবি ,
ভালোবাসে নীড়ে ফেরা পাখি -
ভালোবাসে ভাঙা হাটছবি,
তোকে ডাকে সন্ধ্যার তারা -
স্কুলছুট আসে তোর কাছে
তোর ডাকে ঘরে ফেরে ধেনু
রাখালিয়া বাঁশি তোর ই আছে
রঙীনখাম বনশ্রীর চিঠি
তোর ডাকে তার কাছে আসে
ছাতিমের গন্ধ ছড়ায়
শুধু তোকে ডাকে ভালোবেসে,
আজানের ডাক তোর ই কাছে
তোর শেষে শঙ্খধ্বনি
তোর বুকে প্রেম হয় শুরু
স্বপ্নের জাল বোনাবুনি ,
তোর ডাকে লিখে চলি আমি
চোখ শুধু তোরি আলোভাসি
জ্বালবোনা কোনো বাতি আজ
যতটুকু পাই শুধু তোকে ভালোবাসি ।