এই পাখি, তুই আকাশ কেনো চাস ?
তোর জন্যে সোনার খাঁচাই ভালো,
আকাশেতে অনিশ্চিতের ওড়া
উদভ্রান্ত বাতাস এলোমেলো ,
আকাশেতে উড়তে অনেক বাধা
দুইবেলা তোর মাপা পেটের দানা,
কি সুন্দর দোল খাচ্ছিস দাঁড়ে
কি দরকার মেলবি কেন ডানা ?
ওড়ার পাখি চায়না সুখের বাঁচা,
জীবন তাদের বানায় ছন্নছাড়া
সোনার শিকল তুচ্ছ অবহেলা
মনের সুখেই তাদের আকাশ ধরা,
তোর তো জীবন আদর হাতে মোড়া
কি সুন্দর গাসরে হরিনাম
কথাবলিস শেখানো সেই বুলি
মনের কথা- কি তার আছে দাম ?
বনের পাখি মু্ক্তিসুখেই সুখি
চায়না সোনার শিকল পরা দিন
ভুবন জুড়ে উড়তে মেলে ডানা
ছন্নছাড়া জীবনটা স্বাধীন ।।