সেই দিনটা মনে পড়ে ? বছর চারেক আগে ?
কি বোকাটাই বানিয়ছিলিস - বাঁদুরে রঙ আর ফাগে !
সেই বছরই তোর সঙ্গে প্রথম প্রেমের শুরু -
তুই ছিলি খুব ডাকাবুকো , তোদের দলের গুরু !
সরস্বতী পূজোর দিনে , প্রথম দুজনের দেখা -
সেদিন থেকেই দুটি মনে জ্বললো প্রেমের শিখা ,
তার পরেতে দোলের দিনে তোকে ছোঁয়ার আশা -
আগের রাতে ঘুম এলোনা , এতোই ভালোবাসা ,
দোল খেলাতো প্রেমের খেলা , রঙটাতো প্রতিকী
তোকে ছোঁয়াটাই আসল কারণ, বাকি সবটাই মেকি ,
স্বপ্ন ভাসে চোখের কোনে , কেমন করে সাজাই ,
কোনখানটা কোন রঙেতে কেমন করে রাঙাই ,
সিঁথি কপাল লাল রঙেতে , নীল রঙ গালেতে ,
ঠোঁট দুটোতে গোলাপী আর , সবুজ রঙটা হাতে ,
এসব ভেবেই রাতটা কাবার, ঘুম এলোনা চোখে -
সকাল সকাল পৌঁছে গেলাম - রঙ মাখাতে তোকে !
গিয়ে দেখি রঙ মেখে সব ভূত সেজেছিস হায় -
সব্বাই তো একই রকম - তোকে চেনাই দায় !
হঠাৎ তোকে সামনে পেয়ে খুব মাখালাম রঙ -
চুপটি করে রঙ মাখলি - সাজলি যেন সঙ ,
তারপর দেখি আড়ালে তুই - মুখে দুষ্টু হাসি -
তুই ভেবে যাকে রঙ মাখালাম - সেযে তোরই ছোটো মাসি !
ভাবছি এবার- কাল কে জোটে - মাসি নাকি দিদি !
দোল খেলাটা ছেড়েই দেবো - কাল, তোকে না পাই যদি ।
### শুভ দোলের প্রীতি ও শুভেচ্ছা জানালাম #