দোল দোল দোল - দরজাটা খোল,
আজকে যে রঙ হোলি খেলা
হাতে নিয়ে পিচকারী বড় রাস্তায় ঘুরি
দলবেঁধে সক্কালবেলা,
রাস্তায় ওমা একি , সবাই তো ছেলে দেখি
মেয়েগুলো সব গৃহবন্দী ?
জানলাটা দিয়ে সেঁটে, দরজায় খিল এঁটে
গায়ে রঙ না মাখার ফন্দি ,
সোনার অঙ্গটি - হয়ে যাবে কেলটি
এই ভয়ে খিল তালা বাড়ীতে ?
করে নিবি ফেসিয়াল, আজকে নাহয় কাল
র্যালা দিবি চূড়িদার শাড়ীতে,
আমাদের দিকে দেখ, নেই কোনো রাখঢাক
রঙ মাখি পুড়ি রোদে জলেতে
তোরাতো পটের বিবি , ঘুমুবি আর খাবিদাবি
দেমাকে পড়েনা পা মাটিতে।
সোনার আংটি বলে, সমাজের সক্কলে
ব্যাঁকা ট্যারা যাই হোক সবে পাশ
কতই দেখাবি মেয়ে, তুলসীতলায় শুয়ে শুয়ে
সবকিছুতেই তোরা ধপ্পাস ,
তাই বলি,বেরিয়ে এসে , রঙ মাখ হেসে হেসে
রঙেতে রাঙিয়ে তোল মনটা
ভালো ঘরে বিয়ে হবে, বাড়ী গাড়ী সব হবে
ফিরে যাবে ললাট লিখনটা ।
#### নো রাগ, নো ঝগড়া ########