আমার ওপর করনা অভিমান
পিছনদিকে মুখ ঘুরিয়ে রাখ-
দেখবো তোকে পিছন থেকেই আমি
তোর- লুটিয়ে পড়া বেণীই আমার থাক ,
আমার ওপর করনা অভিমান
মুখটা গুঁজে দুটো হাঁটুর মাঝে
আনমনেতে ছিঁড়ছিস তুই ঘাস
এই হাসিটা দুষ্টু মুখেই সাজে ,
আমার ওপর করনা অভিমান
কাটনা হাতের নখগুলো দাঁত দিয়ে
জানিস ঠিক ই পিছনেতেই আমি
দাঁড়িয়ে আছি তোর ই দিকে চেয়ে ,
আমার ওপর করনা অভিমান
চিকচিকে জল ভেজা চোখের পাতা
তোর - ফুঁপিয়ে ওঠা বুকের ওঠাপড়ায়
বানভাসি মোর বুকের প্রেমের খাতা,
আমার ওপর করনা অভিমান
আর একটু আমার কথা ভাব
এখন তো তোর সবটা জুড়ে আমি
তুইতো আমার নিত্যবাঁচার খোয়াব,
আমার ওপর করনা অভিমান
দিন ফুরিয়ে রাত্রি হয়ে যাক
আমার দিকে পিছনফিরে থাকতে পারবি নারে
শুনবি যখন এ পাগলাটার ডাক ,
আমার ওপর করনা অভিমান
মান ভাঙাবো মানভঞ্জন গানে
দুইজনাতে দুইজনার ই বুকে
ভাসবো আবার প্রেমের ই নবানে ।।