প্রণাম তোমায় বাংলা ভাষা
প্রণাম তোমার পায়ে
তোমাতে রচিত গৌরবগাথা
পড়েছে বাঙালী গায়ে
তোমায় ভাঙিয়ে কত না বাঙালী
হোলো ধনী খ্যাতিমান
সেই তুমি আজো চির বঞ্চিত
পেলেনাকো প্রতিদান
নামেতে বাংলা তবুও বাংলাকে
জ্ঞান করি খুব তুচ্ছ
বাঙালী হয়েও ইংরাজী বলি
গর্বে উঁচায়ে পুচ্ছ
তোমার জন্যে রক্ত ঝরালো ,
প্রাণ দিলো কত ভাই
সেই ইংরাজী একুশ ফেব্রু ,
বাংলার মাস নাই ?
এসোনা বলি ৯ ই ফাল্গুন
এক্ষুনি আজ থেকে
বাংলা ভাষার দিবস হবে
বাংলা তারিখ মেখে
ধন্য হবে রক্ত ঝরানো
বাংলা ভাষার দিন
বাংলাতে জেনো ভালোবাসা সব,
ভালোথেকো প্রতিদিন ।।