আইনা বাবু আমার গিরাম
লাল কাঁকুরের দেইশে
আকাশ খানা নীচু হৈয়ে
পাহাড় ডগায় মেইশে
পাহাড় থেইকে বুক ফাটা জল
ঝরনা হৈয়ে ঝরে
বৌ বিটিরা কলসী কাখেঁ
সিজল ভরে ঘরে
ইস্টিশনে নেইমে সোজা
রাঙা মাটির পথে
দুইটা কোরশ হাঁটবি বাবু
আমার সাথে সাথে
গাঁ টা আমার সবুজ বাবু
জঙ্গলেতে ঘেরা
পলাশ পাবি সেগুন পাবি
পাবি কালি ঝরা
মাদল পাবি ধামসা পাবি
পাবি মুদের গান
নবান পাবি, সারহুল পাবি
কারাম গুরুর থান
আদর পাবি সুহাগ পাবি
পাবি ভালোবাসা
হাঁড়িয়া পাবি, দাকা পাবি
পাবি মহুল নেশা
আইনা বাবু আমার দেইশে
শহর থেইকে দূরে
দেইখে যানা গিরাম কিমন
ফেলিস কেনো ছুঁড়ে
মাটি আছে ফসল আছে
ফল ধরেছে গাছে
গিরাম আছে তাই তু বাবু
শহর তুদের বাঁচে ।।
###################