তোর সঙ্গে আমার অনেক মিল
তোর সঙ্গে এক মনেতে বাস
তোর বুকেতে ভরাট যখন দম
আমার বুকের ঘনঘন শ্বাস,
তোর সঙ্গে আমার অনেক মিল
তোর রক্তশিরায় যখন উছল ধারা
রাত্রিদিনের মিথ্যে হিসেব করি
সেই প্রবাহেই আমি পাগলপারা,
তোর সঙ্গে আমার অনেক মিল ,
লাল শাড়ীতে শরীর ঢাকিস যবে
সেদিন আমার গলায় উত্তরীয়
যেমনই হোক, রঙটা লালই হবে,
তোর সঙ্গে আমার অনেক মিল
তোর বাগানে রোজই গোলাপ ফোটে
আমার মনের বাগান তোকেই ঘিরে
গোলাপ খুঁজি তোর ঐ যুগল ঠোঁটে ,
তোর সঙ্গে আমার অনেক মিল
তোর গাছেতে কতই পাখির গান
আমার কানেও বাজে কূজন শুনি
হৃদয়পাখি করে যে আনচান
তোর সঙ্গে আমার অনেক মিল
দুইজনেরই চোখে কালের বাস
তোর চোখেতে বসন্ত রাজ করে
আমার চোখে বর্ষা বারোমাস ।।