দুচোখ ভরে স্বপ্ন আঁকা , তোর কাছেতেই শেখা-
এই পৃথিবীর আলো আকাশ , তোর চোখেতেই দেখা
তোর বাসনায় বসত আমার তোর ভাবনায় ভাবি
তোর তুলি রঙ ক‍্যানভাসে মন - কেমন করা ছবি
উড়ান তোরি ইচ্ছে ডানায় গ্ৰহ গ্ৰহান্তরে
তোর কামনা লালন সবি সযত্নে অন্তরে,
তোর স্রোতেতে ভাসাই ডিঙা সাত সাগরের জলে
কিনতে সুখের সুখপাখিটা কূল থেকে অকূলে,
তোর সুরেতে বাজাই রবাব ইমণ কল‍্যানে
খুঁজতে তোকেই হারাই দিশা অসীম সন্ধানে
তোর ছন্দে ছন্দ মেলাই এক পা দুপা করে
তোর আশাতেই বুকটা বাঁধি অনন্ত কাল ধরে,
প্রবাহ তোর গগনভেদী বজ্র মুষল ধারা
গভীর অতল হৈমশীতল মুক্ত জীবন কারা
তোর ভুবনেই আমার ভুবন তোর অঙ্গনেই বাস -
ইচ্ছেতে তোর উল্লাসী আর তোতেই সর্বনাশ
তোর যাতনাই বাঁচতে শেখায় আমার অনুভবে
তোর ইশারায় ছন্নছাড়া সৃষ্টির গৌরবে,
তোর কালেতেই বাজাই ভেরী অশ্রুত নিনাদে
তুচ্ছ জীবন তুচ্ছ মরণ বিপন্ন বিষাদে ।।

##############################