নিভন্ত এই চুল্লিতে আর আগুন কেনো জ্বালো!
বেশ তো আছি মরে বেঁচে, এই বাঁচাটাই ভালো,
যেদিনগুলো চিতায় গেছে ফিরবে নাতো আর
তার সে স্মৃতি আঁকড়ে থাকার ইনাম হাহাকার ,

তবুও কেনো আগুন আজো ধুকধুকিয়ে জ্বলে
শুকনো বুকে আশায় বেঁচে প্রানটা আছে বলে?
শেষ হয়েছে অনন্তকাল অপেক্ষাতে থাকা
এই জীবনে হবে নারে তার সাথে আর দেখা

কখনো যদি পাওগো তারে -একটি কথাই বোলো
তার বসানো বকুল গাছের প্রান শুকিয়ে এলো
ঝরছে পাতা শুকনো ডালে - সামনে শ্রাবণ ঝড়ে
ছটফটিয়ে মরবে বকুল মড়মড়িয়ে পড়ে

রইবে না তার চিহ্ন স্মৃতি এই পৃথিবীর বুকে
তোমরা যেন কেউ কেঁদোনা তার বকুলের শোকে
সামনে জনম বলে যদি জনম কিছু থাকে
আসবো ফিরে নতুন হয়ে, পাবোই আমি তাকে,

সেই আশাতেই আর কটাদিন বেঁচে আছে প্রাণ
কিন্তু এমন জীবন বাঁচা, মৃত‍্যুর ই সমান !
নিভন্ত এই চুল্লিতে তাই আগুন জ্বালাসনে
অনেক কষ্টে শুকিয়েছি বুক, আর তা ভেজাসনে।

#######$#####################