ছটা বিয়াল্লিশের ডাউন লোকালটা
রোজকার মতো চলে গেলো আবার -
তুই আজ ও এলিনা ,
প্রায় আড়াই মাস - আজ নিয়ে বাহাত্তর দিন
সময় করে সময় ধরে এসেছি প্রতিদিন
পাঁচ মিনিট আগে এসেছি-
তবু এক মিনিট দেরী করিনি- পাছে
যদি তুই এসে আমায় দেখতে না পাস আশে পাশে কাছে !
অফিস ফেরতা লোকগুলো দ্যাখে আমার দিকে রোজ
অদ্ভুত সে চাহনি - অবিমিশ্রিত
এটাই সবাই ভাবে প্রতিদিন - হয়তো -
এক ই জায়গায় - এক ই সময় ধরে কেন ? কিসের খোঁজ?
যদি কেউ প্রশ্ন করে কোনোদিন -
কেন- কিসের আশায় , বসে থাকি দিন দিন,
পাগল তো নয় - তবে কি গৃহহীন !
বুক পকেট থেকে খচ্ করে বের করে দেবো
পাতা খুলে সবাইকে সচক্ষে দেখাবো
ইউভার্সিটির ডিগ্ৰীটা - কেমিস্ট্রি তে মাস্টার্স
বড়বড় করে লেখা আছে - ফার্স্ট ক্লাস ফার্স্ট ,
সন্ধের কোচিংটা আর রইলোনা
অনার্সের ছেলে সব- কেউ টিকলোনা -
রোজ রোজ কামাই কি কেউ মেনে নেয় ?
আমার কামাই নেই - এখানে যাওয়া আসায় ,
গ্যারেজের রাস্তাটা দ্যাখে হাঁ করে ,
কতোনা এবড়ো খেবড়ো তার অন্তরে
ওর বুকে হাঁটতাম ধরে তোর হাত
বলতে বলতে কথা হয়ে যেতো রাত
শেষে তুই ফিরতিস লাস্ট ট্রেন ধরে
সেসব কথাকি তোর আর মনে পড়ে ?
ছন্দটা মিলে গেলো, লাগছে যে ভয় -
পাগল হলেই শুনি লোকে কবি হয়
তাহলে কি আমিও শেষে পাগলের দলে ?
তোকে ভালোবেসে এটাই , জুটলো কি কপালে !
একবার ফিরে আয় , ধরা দেনা বুকে
আমি তোর পাশে আছি সব দুখেসুখে
তোকে কতো ভালোবাসি সেতো তোর জানা
তোকে ছেড়ে থাকা সেযে মৃত্যু পরোয়ানা
ফিরে আয় ফিরে আয় - ডাকি বারবার
এ জগতে তুই ছাড়া কেউ নেই আমার
তোকে পেতে প্রতিদিন এই ভাবে আসা
শুনতে না পাস যদি কিসের ভালোবাসা !.
ফিরে আয় , ফিরে আয় ফিরে আয় সোনা
তোর জন্যেই বেঁচে আছে এ জীবন খানা ।
#############################