মাটিতে নামিয়ে এনেছি মানসপ্রতিমা -
আকাশ থেকে নক্ষত্রমালা টেনে এনে-
সাজিয়েছি শিকলি গেথে ,
কৈলাস থেকে চুরি করে আনা বরফ শৈল
পেতে দিয়েছি পদতলে -
অরণ্য তুলে এনে ঘিরে দিয়েছি চারিপাশ
বাগান উজাড় করে ফুলে ফুলে
ঢেকে দিয়েছি সারা পথ ,
সাতসাগরের জল এনে গড়েছি পরিখা
সারি সারি প্রহরী বেষ্টন -
স্বর্গের অপ্সরী মেনকা রম্ভার দেহবল্লরী -
শোভিত করেছি চিত্রে চিত্রে - গাত্রে গাত্রে
অমোঘ সে সুষমা -
কিন্নর কিন্নরী দের কন্ঠ থেকে ছিনিয়ে এনেছি সুর
আবহ তে প্রতিনিয়ত ধ্বনিত সেই ধ্বনি ,
বৈদিক মন্ত্রোচ্চারনে গমগম করছে বাসরগৃহ -
একবার প্রাণপ্রতিষ্ঠা হলেই -
চিরকালের জন্যে তুমি আমার ,
পালাবার পথ নেই -
অলক্ষে বন্ধ করে দিয়েছি আগমন পথ -
কোথায় প্রবেশ করাবো তোমাকে - কিভাবে ?
স্বরচিত কারাগারে আমিই আজ একা বন্দী -
একা - বড় একা -
পালাবার পথ নেই -
এজীবনে ..........।।
#############