সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেনো তোকে নিয়ে চলি
তোর চোখ তোর মুখ তোর দুই ওষ্ঠ
আমার চোখেতে ভাসে, দেখি আমি স্পষ্ট

তোর নাক তোর কান তোর শুভদৃষ্টি
ঢেউ তোলে বুকে মোর অপরূপ সৃষ্টি
তোর হাসা তোর কাঁদা তোর সুর কানেতে
বাজে যেন নিশিদিন মর্মর ধ্বনিতে

তোর চলা তোর বলা তোর ওঠা বসাটি
নিত্য যে মনে আনে মিলনের আশাটি
তোর বেণী ফুলবাস, আলুথালু কবরী
লুটাইছে গ্ৰীবাদেশে তুলে তনু লহরী

তোর কটি তোর বুক তোর বাহুবন্ধন
আষ্টেপৃষ্ঠে মোরে বেঁধে রাখে সারাক্ষণ
তোর হাঁটা তোর থামা তোর পদসঞ্চার
শিহরন তোলে বুকে ক্ষনে ক্ষনে বারবার

তোর দেখা তোর শোনা তোর মন ভাবনায়
মন দিয়ে দেখি আমি অনুভবি আয়নায়
তোর জাগা তোর শোয়া তোর সুখনিদ্রার
ছবি আঁকি সারাদিন মনে আসে যা আমার

তোর বেশ তোর কেশ তোর দেহ গন্ধে
বুকে ভরে পথ চলি জীবনের ছন্দে
তোর দিন কাটে জানি অনুপম যাপনে
সারাদিন তোকে আঁকি রাতে দেখি স্বপনে।

#############################