লাল শাড়ীতেই বহ্নিশিখা তুই
কপাল জুড়ে রক্ততপন আভা
স্বপ্নে আঁকা ভিসুভিয়াস যেনো
শরীর বেয়ে বইছে তরল শোভা
বইছে লাভা বক্ষ কটি জুড়ে
অসমতল দুরন্ত সেই গতি
ছুটছে আদিম গতিহীনতার পানে
আবহমান কালের প্রতিশ্রুতি ,
অনন্তপথ অনন্তকাল ধরে
ধাইছে চরম অভিসারের পথে
তোর রূপেতেই জগৎ টলমল
জন্মমৃত্যু সম্মুখ সংঘাতে
উদভ্রান্ত আমি অলস তনু
সেই সে স্রোতে ভাসি বারংবার
ইচ্ছাসকল অনিচ্ছাতেই ভ্রমি
সবকামনার ডাক যে অনির্বার
অবগাহন গ্ৰাস করবে দেহ
চেতন জুড়ে পুরবে পূর্ণকাম
পরজন্ম জাতিস্মরে মেলে
ইহজীবন অন্তিম সংগ্ৰাম
এক দেহেতে বিলীন হবো যবে
চাইনা কোনো জন্মজয়ের মুখ
ভালোবাসাতেই অমরত্ব মানি
ভালোবাসাতেই শ্রেষ্ঠ জন্মসুখ ।