*** আকাশ বাসর ***
** তন্ময় দে বিশ্বাস **
তোকে নিয়ে ঘর বাঁধবো আকাশতারার দেশে
রামধনুটা সপ্তরঙায় যেথায় গিয়ে মেশে,
জ্বালবি ঘরে চাঁদের আলো কলাবতীর ঢঙে
ঢাকবি শরীর মেঘবসনে কাজলকালো রঙে
তারার সাথে করবি খেলা কালপুরুষের ছায়ে
পাতবি বাসর ভুবনডাঙার শুকতারাটির গায়ে,
আসবো আমি বিজলী হেনে সারা আকাশ জুড়ে
ঝরবি বাদল করকা শীতল বৃষ্টিধারায় মুড়ে
গাইবো যখন বজ্রনিনাদ গভীর অনুরাগে
শুনবি তখন কালের বাণী অনন্ত বৈরাগে
নাচবো আমি তাথৈ তাথৈ প্রলয় নাচন হয়ে
হোস ধারাপাত অশ্রুপ্রপাত বজ্রকপোল বেয়ে,
মাটির বুকে শান্ত হবো অশনিপাত যবে
তোর প্রবাহ খরস্রোতে সাগরপানে ধাবে
উদয়ভানু মেলবে তনু নতুন দিনের ভোরে
তোর পারাবার অকূল অপার বাঁধবি রবিকরে
ফিরবি আবার আকাশদেশে রচবি নতূন ভেলা
নতুন করে খেলবো আবার সেই সে আদিম খেলা,
নিত্য গড়া নিত্য ভাঙা নিত্য যাওয়া আসা
নিত্য মিলন নিত্য বিবাদ নিত্য ভালোবাসা ।।
######### ####