আস্তে বলো - রাজা শুনতে পাবে -

শুনতে পেলে উচিত ভূলে
সবার মাঝে কানটি মুলে
তোমায় আমায় শাস্তি দেবে ,

আস্তে বলো - রাজা শুনতে পাবে -

দেখেছো কি , রাজার পায়ে মস্ত ফোঁড়া ?
তার ব্যথাতেই রাজামশাই এখন খোঁড়া -
ওর ভিতরের পচা গলা রক্তকণা -
বিষাক্ত যে করছে রাজার শরীরখানা ,
আসবে সেদিন দম ফেটে সব বেরিয়ে যাবে -
রাজা মশাই সত্যি সেদিন শান্তি পাবে ,

আস্তে বলো - রাজা শুনতে পাবে -

দেখেছো কি , রাজার মাথায় টাক পড়েছে ?
সত্যি কালো বন্ধুগুলো , আজ রাজাকে ত্যাগ করেছে ,
আছে যারা সব মোসাহেব পক্ককেশ -
যাইনা করুক রাজা - তারা বলবে বে - শ ,
ওদের ছেড়ে রাজা যেদিন প্রজা হবে -
একেএকে সব সুযোগ বুঝে পালিয়ে যাবে -
রাজামশাই সত্যি সেদিন স্বস্তি পাবে ,

আস্তে বলো - রাজা শুনতে পাবে -

লক্ষ্য করো রাজাবাবুর কোঁচা খোলা !
ভেবো নাকো রাজামশাই ভোলেভালা ,
আজকে যারা চাগিয়ে আছে রাজার কোঁচা -
তারাই সেদিন মুখোশ খুলে দেবে খোঁচা ,
এসব কথা রাজার যেদিন মালুম হবে -
শিড়শিড়িয়ে উঠবে রাজা ভীষন ভাবে ,
সেদিন থেকে রাজাবাবুর চেতন হবে ,

আস্তে বলো - রাজা শুনতে পাবে -

রাজার পায়ে দেখছো যেসব নাগরা জুতা -
মচমচিয়ে আওয়াজ তুলে শানছে কেতা -
চকমকানি বিলাস ব‍্যসন নয়কো কেনা -
এদিক থেকে সেদিক থেকে নজরানা -
সবাই যে চায় রাজদেবতায় করতে খুশি -
পায়ে বেড়ি রাজা-ও তাই হাসছে বেশ-ই -
ক্লান্ত রাজা যেদিন বেড়ি খুলতে যাবে -
মুখোশ পরা শয়তান রা হামলে খাবে ,

সেদিন - নড়বে টনক রাজার - সবার হাবেভাবে -
তবুও রাজা প্রাণপনিয়ে মুক্ত হবে ,

আস্তে বলো - রাজা শুনতে পাবে -

মুক্ত রাজা মেলবে সেদিন পাখির ডানা -
মুখেই দেবে মুখের মতো জবাবখানা -
থোড়াই কেয়ার বলছে কে কি পিছন পানে -
তুলছে নাকো রাজা সেসব কিচ্ছু কানে -
হাসছে রাজা খিলখিলিয়ে প্রাণের হাসি -
মুক্ত রাজা মনে এখন স্বর্গবাসী -

আজ আর -
ভয় পাইনা রাজা যদি শোনে কথা -
হাম জনতা নেইকো কোনো মাথাব্যথা,
বুঝলে রাজা ডাকবে কাছে চুমু খাবে -
আসল নকল মন্দ ভালো মিশে যাবে ,

বলবে সবাই তারস্বরে স্বাধীন ভাবে -
জোরে বলো তবে রাজা শুনতে পাবে
জোরে বলো তবে রাজা শুনতে পাবে ।।

###########################