মনটাকে তুই মেঘ করনা - মেঘবালিকা -
ভাসনা হাওয়ার সাথে -
বলবি কথা - বুকের ব্যথা - প্রাণের কথা -
তারার সাথে রাতে ,
চোখদুটোকে করবি নদী - নিরবধি -
ফল্গু ধারার মতো -
অন্তরেতে নীরব ভাষা - সর্বনাশা -
বইবি অবিরত ,
অলকদামে ঝড় তুলবি - রাশি রাশি - এলোকেশী -
সারা ভূবন জুড়ে -
ওষ্ঠযুগল সপ্তরঙা- ইন্দ্রধনু - বক্রবেণু -
পূবের আকাশ ঘিরে ,
হাত ছড়িয়ে ডাইনে বাঁয়ে - দশদিশায়েঁ
নাচবি প্রলয় হয়ে -
উড়বে হাওয়ায় - আঁচলখানা - সামিয়ানা -
ছাইবে দিগবলয়ে ,
ধরবি লাঠি - বজ্রমুঠী - আসন টুটি -
শাসন বারন রীতি -
ভাঙবি কারা - বেড়ী পরা - বাঁধন হারা -
শিকল পরা নীতি ,
বাইবি উজান - উঠুক তূফান - গলুক পাষান -
তোর ডাকে উৎসবে -
গাইবি সে গান - হোক কলতান - মুক্তির গান -
বিপ্লবে বিপ্লবে ।।