*** ইচ্ছামৃত্যু ***
** তন্ময় **
নিত্য আমার স্বপ্নে আসে যে
সে যে আমার চিরকালের চেনা,
শরীর জুড়ে মাতায় হিমেল হাওয়া
গন্ধ যে তার সাঁঝের হাসনুহানা,
লাল করবী অলস কবরীতে
ঘাড়ের কাছে খেলছে আদর মাখা
কানের পাশে অলক ইতস্তত
দুলছে যেন দিগবলয়ের রেখা ,
মধ্যললাট ভরাটি লাল টিপে
উদয়কালে যেমন নবীন রবি
মুখখানি তার শ্রেষ্ঠা সকল মাঝে
সদ্য আঁকা শিল্পীর জলছবি ,
শুভ্রবসন রক্তপাড়ের শাড়ী
আলতো করে মেলা শরীর জুড়ে
যৌবন তার ভরা সরসী যেন
টলটলে তার গভীর অমল নীরে ,
হাত দুখানি বিস্তৃত সম্মুখে
পদ্ম অধরে কুহক হাসির টান
হারিয়ে যেতে নেইকো আমার বাধা
অতলতলের গভীর আহ্বান ,
জাগিয়ে আমায় মরতে বোলোনাকো
এই মরনেই গভীর মরনসুখ
নিত্য জন্ম বহু মৃত্যু মাগি
দেখতে স্বপন জন্মাতে উন্মুখ ।।
#######################